নাসিম আক্তার, বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারকালে ১৫ টি স্বর্ণের বার সহ মনিরুল ইসলাম( ৩৭)নামের এক পাচারকারী কে আটক করেছে বিজিবি। আজ বুধবার (২০ এপ্রিল) ভোরে সোনাসহ তাকে আটক করা হয়।
আটক মনিরুল ইসলাম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তর পাড়ার নুর মোহাম্মদের ছেলে বলে জানা যায়৷ বর্ডার গার্ড বাংলাদেশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সোনা পাচারকারী একটি চক্র বড় চালান বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ইছামতী নদীর পাড়ে অবস্থান করছে ৷
আরো পড়ুন: কৃষকের বুকে চাপা কান্না ও আর্তনাদ উঠে সবখানেই
বিজিবি এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১৫ টি সোনার বার সহ মনিরুল ইসলাম কে আটক করে৷জব্দকৃত সোনার বারের ওজন ১ কেজি ৭৪৯ গ্রাম৷ যার বাজার মূল্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা ৷
বিজিবি আরোও জানায়, আটক মনিরুল র্দীর্ঘদিন ধরে চোরচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর রহমান। তিনি জানান, আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।