মোঃ সেলিম রেজা, কেশবপুর প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রাবেয়া ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কেশবপুর নিউজ ক্লাবে।
আজ সোমবার বেলা ১২ টায় কেশবপুর নিউজ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রাবেয়া ইকবাল তার বক্তব্যে বলেন আমি নির্বাচিত হলে কেশবপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবো। কেশবপুরে মাদকের বিস্তার ঘটেছে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে, যা নিরমুল করবার জন্য আমি প্রথমে এই বিষয় নিয়ে কাজ করবো। মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আশরাফুজ্জামান ।
উক্ত সভায় কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে রাবেয়া ইকবাল বলেন গত বার আমাকে ষড়যন্ত্র করে নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিলো। এইবার আশা রাখি ভোট নিরপেক্ষ এবং সুন্দর হবে। তিনি বলেন আমির জন্য সকলেই দোয়া করবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।