![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2025/02/IMG-20250207-WA0002.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ চলতি মাসের ৫ তারিখে যশোর জেলা যুবদলের ঘোষিত আহব্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদল।
৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিশাল এক আনন্দ মিছিল বের হয়।সদ্য ঘোষিত যশোর জেলা যুবদলের আহব্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানাকে অভিনন্দিত করে এ আনন্দ মিছিল করা হয়ে বলে জানান মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতা কর্মীরা।
মণিরামপুর উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ আব্বাস আলী ও সিঃ যুগ্ম-আহব্বায়ক মুক্তার হোসেনর নেতৃত্বে এ মিছিলে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিয়নের সকল নেতা কর্মীরা অংশগ্রহণ করে।
তমাল-রানা পরিষদকে শুভেচ্ছা জানিয়ে মণিরামপুর যুবদলের এ মিছিলটি মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয় হতে বের হয়ে মনিরামপুর বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে শেষ হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।