বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁনঃ যশোরের বাঘারপাড়ায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব ও প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান অনলাইন মাধ্যম ভাচুর্য়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটির উদ্বোধন করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রামার (ন: প: মু: চে: উ: প্রকল্প) আল আমিন, অডিও ভিজুয়াল অফিসার প্রভাত কুমার মন্ডল, প্রোগ্রাম অফিসার রনজু আহমেদ, সহকারী প্রোগ্রাম অফিসার মো. আক্তারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন আল আজাদ. একাডেমিক সুপারভাইজার ওয়াহিদুুজ্জামান প্রমুখ। সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষক ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।