রাশেদ আলীঃ– মনিরামপুর ভায়া রাজগঞ্জ যাতায়াতের একমাত্র ব্যস্ততম সড়কের সংযোগ ব্রিজটি গুরুত্বপূর্ণ। দীর্ঘ দিন ধরে একমাত্র ব্যাস্ততম ব্রীজটির উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে কয়েক লক্ষাধীক মানুষ।

যশোর মনিরামপুর উপজেলা বৃহৎ একটি উপজেলা যেখানে বসবাসরত মানুষের বেশী অংশ মনিরামপুরের পশ্চিম অঞ্চলে।বর্তমান পর্যাটন অঞ্চল হিসাবে বিশ্বব্যাপী পরিচয় লাভ করেছে রাজগঞ্জ ঝাঁপা বাওড়ের উপর নির্মিত দুইটি ভাসমান সেতু।

এই সেতু দুইটি দেখতে মনিরামপুর উপজেলাার পূর্ব দিক থেকে প্রতিনিয়ত কয়েক হাজার দর্শনার্থী মনিরামপুর টু রাজগঞ্জ সড়কে হরিহর নদের সংযোগ ব্রিজটি পার হয়ে যাতায়াত সহ বিভিন্ন উপজেলার কয়েক লক্ষাধীক মানুষ যাতায়াত করেন জীবন জীবিকার তাগিদে।

ব্যাস্ততম সড়কের ঝুঁকি পূর্ণ হরিহর নদের সংযোগ ব্রীজটি উপজেলা সদরে থাকলেও আজও সংশ্লিষ্ট অধিদপ্তর গুলোর নজরে আসেনি বলে স্থানীয়দের অভিযোগ ।

এবিষয়ে একাধিক পথচারীদের নিকট কথা হলে তারা জানান,দীর্ঘ দিনের এই ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবী।যেহেতু ব্রিজটির দুই পাশে রেলিং ও মাঝে ফাঠল দেখা দিয়েছে।একটি ট্রাক বা মিনি পিক-আপ সর্বোচ্চ ব্যাস্ততম ব্রিজে উঠলে আশেপাশের দোকান গুলো কেপে উঠে।যা তাত্ক্ষণিক ভাবে চরম ভয়ের সৃষ্টি হয়।

পাশাপাশি হরিহর নদের সংযোগ ব্রিজের নিচে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলে হরিহর নদটি ভরাট করে তুলেছে। যা নদীর নব্যতা নষ্ট হতে চলেছে। এছাড়াও হরিহর নদের উপর দিয়ে গড়ে তুলেছে অসংখ্য অবৈধ স্থাপনা। এসকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবী তুলেছেন সচেতন মহল।