মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মহেশপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক তানজির আহম্মেদের বাড়িতে অবস্থান করছেন এক কলেজছাত্রী। উপজেলার ফতেপুর ইউপির সাড়াতলা গ্রামে প্রেমিকের বাড়িতে শুক্রবার দুপুর ১টার পর থেকে অবস্থান করছেন ওই কলেজছাত্রী।

এদিকে ঘটনার পর থেকেই প্রেমিক তানজির গা-ঢাকা দিয়েছেন।

বিকালে সরেজমিন কথা হয় অবস্থানরত ওই কলেজছাত্রীর সঙ্গে। তিনি জানান, সাড়াতলা গ্রামের সুলতান আহম্মেদের কলেজপড়ুয়া ছেলে তানজির আহম্মেদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ১৩ মার্চ এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছেন তারা। পরিবারের চাপে তানজির তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে বাধ্য হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বরের বাড়িতে অবস্থান করছেন তিনি। এ খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে সুলতান আহম্মেদ বলেন, এখনো ছেলের বিয়ের বয়স হয়নি। এ মুহূর্তে এই মেয়েকে ঘরে নিতে চাই না।

সাড়াতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ জানান, বিয়ের বিষয়টি জানাজানি হলে মেয়েপক্ষ থেকে মীমাংসার জন্য বলা হলেও ছেলেপক্ষ তা মানতে রাজি হয়নি।

ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু বলেন, ছেলে বা মেয়ে কোনোপক্ষই এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দীন বলেন, অবস্থানের বিষয়টি জানা নেই। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।