খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল আগামী শুক্রবার (২২ মার্চ) দেশের ১৩টি স্থানে একযোগে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কক্সবাজার, ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গাতে একইসাথে এ বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল ও অনুষ্ঠিত হবে। ইফতার মাহফিল এর সুষ্ঠু ব্যাবস্থাপনা স্বার্থে ঢাকা ও খুলনায় রেজিস্ট্রেশন পদ্ধতি ব্যবহার করাহয়, যেখানে অংশগ্রহণে ইচ্ছুক অ্যালামনাইগণ ১৯ মার্চ মঙ্গলবার রাত ১১:৫৯ পর্যন্ত রেজিষ্ট্রেশন এর সুযোগ পায়।
এছাড়া আরও জানা যায়, ইফতার মাহফিলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্য হওয়ার জন্য থাকছে বুথের ব্যাবস্থা, সেখানে নির্দিষ্ট ফি পরিশোধ ও ফর্ম পূরণের মাধ্যমে সদস্য হতে পারবে।
কু’আর যুগ্ম সম্পাদক ও ইফতার আয়োজক উপকমিটির সদস্য সচিব মোঃ মুজাহিদুল ইসলাম সৌরভ বলেন, অ্যালামনাইদের অভূতপূর্ব সাড়া আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। আশা করছি আমরা ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আপনাদের সহযোগিতায় একটি সুন্দর ইফতার মাহফিল করতে সক্ষম হবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।