বর্তমানে বাজারে ভোজ্যতেল, চাল, ডাল, গ্যাস, নির্মাণ সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য উর্ধ্বমুখী। এতে ক্রেতারা অসহায়, মধ্যবিত্তদের নাভিশ্বাস এবং স্বল্প আয়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কর্তৃপক্ষের আন্তরিকতা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এক শ্রেণির অতি মুনাফালোভী ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধি করছে বলে ধারণা।
বাজারদর নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে অতি সম্প্রতি কিছু পণ্যের শুল্ক হ্রাসেরও ঘোষণা দেয়া হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাসসহ সবসময় বাজারদর স্থিতিশীল রাখতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। একইসাথে নেতৃবৃন্দ টিসিবি’র মাধ্যমে সুশৃঙ্খভাবে খোলা বাজারে ন্যায্য মূল্যে পর্যাপ্ত পণ্য সরবরাহের আহবান জানান।
বিবৃতিদাতারা হলেন সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি কবি সৈয়দ আলি হাকিম, কাউন্সিলর মাজেদা খাতুন, ডাঃ মোঃ আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আলহাজ্ব রোটাঃ সরদার আবু তাহের, মোঃ জামাল উদ্দিন মোড়ল, মোঃ ওমর ফারুক কচি, মোঃ কামরুল ইসলাম কামু, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন এবং মোহাম্মাদ আলী, এস এম মিজানুর রহমান, মোঃ মনির হোসেন, এম এ জলিল, মোঃ সাকিল আহমেদ রাজা, ইঞ্জিনিয়ার এম এ শফিকুর রহমান, মুন্সি আহমেদ হোসেন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, মোঃ ফিরোজ আহমেদ, মীর কাওসার মিজু, মোঃ মাকসুদ হোসেন, মোঃ সবুজুল ইসলাম, কাওসারী জাহান মঞ্জু, মোঃ জিসান, মোঃ আবুল ফজল, মোঃ আজাদুল হক আজাদ ও আশিকুর রহমান মিরাজ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।