মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ পালিত হয়েছে । পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, লাঠি খেলা, সাপ খেলা গ্রামীণ মেলাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ১ লা বৈশাখ উপলক্ষে সকাল ১১ ঘটিকায় জেলার নোমানী ময়দান থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম মহোদয় এ মঙ্গল শোভাযাত্রার উদ্ধোধন করেন ।
এ সময় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম , পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। এদিকে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে জেলার মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলায়ও যথাযথ ভাবে পহেলা বৈশাখ পালিত হয়েছে।
এসময় মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম মহোদয় বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনে সবার জীবনে নতুন আলোয় আলোকিত হোক এমনটাই প্রত্যাশা করি ।জেলার সর্বস্তরের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানান। আমাদের আদি সংস্কৃতি লাঠি খেলা, সাপ খেলা, নাগোরদোলা সহ মেলায় রয়েছে হরেক রকম আয়োজন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।