খুলনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিন ব্যাপী ইসলামী বই মেলা।খুলনা মহানগরীর গল্লামারী লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে আগামীকাল ২১ ডিসেম্বর বুধবার মেলা শুরু হচ্ছে। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক সমিতি এই মেলার আয়োজক।
আয়োজকরা জানান, দেশের স্বনামধন্য ইসলামী বইয়ের ২৪টি প্রকাশনা খুলনার এই মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চালু থাকবে।
পুস্তক সমিতির আহ্বায়ক মাহমুদুল ইসলাম জানান, নাস্তিকতা, অশ্লীলতা ও আদবহীনতার এই সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধর্মীয় জ্ঞান ও আলিমদের সাহচর্য। আমরা প্রকাশনা সংস্থা হিসেবে শুদ্ধ জ্ঞানের বাহক বইপুস্তকের মাধ্যমে মানুষের সঙ্গে জ্ঞানের প্রাথমিক সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য কাজ করছি। আশা করছি এই মেলার মাধ্যমে জ্ঞানের নতুন দরজা উন্মোচিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।