খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডায়বেটিস, ইউরিনে সমস্যা ও জ্বরের কারণে শনিবার (৭ মে) তাকে নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শহীদ শেখ আবু নাসের হাসপাতালের উপ পরিচালক ডা. এস এম মোর্শেদ বলেন, ‘মেয়র তালুকদার আব্দুল খালেকের ডায়বেটিস বেড়েছে। একই সাথে তার ইউরিনজনিত সমস্যার কারণে জ্বর বেড়েছিল। তবে বর্তমানে তার শরীরের অবস্থা ভালো ও স্বাভাবিক রয়েছে। তারপরও তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। যেন লোকসমাগম কম হয় এবং নিবিড় পর্যবেক্ষণ করা যায়।’

স্বজনরা জানিয়েছেন, মেয়র তালুকদার আব্দুল খালেকের সঙ্গে তার স্ত্রী বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারসহ পরিবারের অন্যান্যরা হাসপাতালে অবস্থান করছেন।