মাগুরার শালিখায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ও ভিজিএফ এর চাল বিতরণ কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ধোধন করলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার মহোদয়।

২২ এপ্রিল (শুক্রবার) বিকাল ৪.৩০ ঘটিকায় উপজেলার ৬নং বুনাগাতী ইউনিয়ন পরিষদের আয়োজনে গরিব, অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ কাজের শুভ উদ্বোধন হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান,পিআইও মোঃ রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে, সহ সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাস,সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াস শিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ,বুনাগাতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বক্তিয়ার উদ্দিন লস্কর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইদুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক সঞ্জয় কিমার বিশ্বাস, ছাড়াও ইউপি সদস্যগণ, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।