![বাইসাইকেল](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/04/Screenshot-187.png)
মাগুরার শালিখায় চোর সহ আটক ৩ জন এবং ৫টি বাই সাইকেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত ১০ ঘটিকার দিকে পুলিশের বিশেষ অভিযানে শালিখা উপজেলার তালখড়ী এলাকার ভিন্ন ভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর তথ্য মতে, বৃহস্পতিবার রাতে তালখড়ি বাজার এলাকায় শালিখা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কুশখালী গ্রামের মৃত আবুল বিশ্বাসের পুত্র আব্দুল আহাদ(২০) কে একটি চোরাই বাই সাইকেল সহ হাতেনাত আটক করা হয়।
তার দেয়া তথ্যের ভিত্তিতে ছান্দড়া গ্রামের মৃত আব্দুল মালেক মন্ডলের পুত্র লাল মিয়া মন্ডলকে ২ টি চোরাই বাই সাইকেল ও ঝিনাইদহের কালীগঞ্জের খদ্দ তালিয়ান গ্রামের মৃত মোঃখোরশেদ আলী বিশ্বাসের পুত্র ফজলু বিশ্বাস(৬৭) কে ২ টি বাই সাইকেল সহ আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম জানান, ঈদের সময় অপরাধী চক্র বেপরোয়া হয়ে হঠে। এজন্য আমরা সতর্ক হয়ে থাকি। প্রথমে চোর আবদুল আহাদকে আটক করে তাঁর দেওয়া তথ্য মতে সহযোগীদের ধরা হয়েছে। শালিখা থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।