মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুরে পেঁয়াজ চাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারী) বিকালে শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে পেঁয়াজ চাষ বিষয়ে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে কৃষি খাতে প্রণোদনার আওতায় উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম মহোদয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।
অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিথ ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলামসহ আরো অনেকে।
উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা জানান, চলতি শীতকালীন মৌসুমে উপজেলায় ৬ হাজার ৩ শত ৮৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। কিন্ত্র এ বছর ৬ হাজার ৬ শত ৯৫ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ করা হয়েছে যা লক্ষমাত্রার চেয়েও বেশি। মাঠ দিবসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তাগণ,শ্রীপুর সদর ইউনিয়নের ২ শতাধিক পেঁয়াজ চাষি অংশ নেয়। এসময় অতিথিগণ গোয়ালপাড়া মাঠের বিভিন্ন পেঁয়াজের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।