মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০.৩০ ঘটিকায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা, বাল্যবিবাহ, টোপ প্রতারণা, মাদক, সামাজিক দলাদলির ঝামেলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিউজা-উল-জান্নাহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, সাংবাদিক ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ ।