মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীতে মাগুরার প্রয়াত এমপি আসাদুজ্জামান সাহেবের সহধর্মিণী মনোয়ারা জামান এর মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল (২৮ জুন) দুপুরে মাগুরার গণমানুষের নেতা বারবার নির্বাচিত প্রয়াত এমপি এ্যাড. আছাদুজ্জামান সাহেবের সহধর্মিনী মোছাঃ মনোয়ারা জামান এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিকভাবে ক্ষমতায়নে নারী প্রশিক্ষণার্থীদের যাচাই বাছাইয়ের মাধ্যমে তালিকা সম্পন্ন
১নং বাবুখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাশরাফি জামান মাহফুজ এর উদ্যোগে বাঁশো মোল্লা বাড়িতে পবিত্র কোরআন খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের এবং মরহুম আছাদুজ্জামান সাহেব ও তার স্ত্রী মরহুমা মনোয়ারা জামান এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ ভাবে দোয়া করা হয়। এছাড়াও বিশ্বের সকল মৃত্যুবরণকারী মুসলিমদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে বলে জানা গেছে।
দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ মো. ঈদুল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. রজব আলীসহ অঙ্গসংগঠনের আরো অনেক নেতাকর্মী প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।