মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় প্রয়াত প্রধান শিক্ষক শেখ শামছুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকও মাগুরার বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ সামছুর রহমান’র মৃত্যুঅন্তে এই স্মরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) স্মরণ সভা ও ২৫ ফেব্রুয়ারী (শুক্রবার) দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়। পুলুম গোলাম সরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে’র সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হালিম মোল্লা।
স্বরণ সভায় স্মৃতিচারণ করেন মরহুমের কন্যা, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মৌসুমি হাবিবা সুমি, বেতার কর্মকর্তা তানিয়া রহমান ও ব্রাক কর্মকর্তা পুত্র শেখ শুভ রহমান। স্বরণ সভায় আরও বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের এলামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আতিয়ার রহমান সহ প্রয়াত শামছুর রহমানের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। এসময় অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
শুক্রবার তার নিজ বাড়ীতে দোয়ার মাহফিল ও উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও সাবেক শ্রেষ্ঠ শিক্ষক ও সর্বজন শ্রদ্ধেয় জনাব শেখ শামছুরর রহমান গত ২১ ফেব্রুয়ারী সকাল ৭ টায় মৃত্যুবরণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।