![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/109f2f0ca94c9a8e03ef9ed162572f7c.0.jpg)
মনির খান, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়ায় জাক জামক ভাবে পালিত হল প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ । উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম আব্দুল হান্নান রুনু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, লোহাগড়া নড়াইল।
এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব সৈয়দ মশিয়ুর রহমান,মেয়র লোহাগড়া পৌরসভা।
এ ছাড়া ও অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ জিননু রাইন ও সদস্য সচিব প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ বাস্তবায়ন কমিটি লোহাগড়া নড়াইল।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহি অফিসার জনাব রোসলিনা পারভিন।
লোহাগড়া উপজেলার খামারিগনের মধ্যে বক্তব্যে বলেন প্রাণিসম্পদ রক্ষণাবেক্ষণ ও সাফল্যমণ্ডিত একজন খামারি হয়ে কি ভাবে প্রাণিসম্পদ উন্নয়ন করা যায় সে বিষয় নিয়ে বক্তাগণ তাদের বক্তব্যে বলেন। উক্ত প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির পশুপাখি প্রদর্শনীতে দেখা যায়। এবং সাফল্যমন্ডিত ভাবে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনীর শেষ প্রান্তে এসে প্রধান অতিথির বক্তব্য পুরস্কার বিতরণ ও সভাপতির বক্তব্যে অনুষ্ঠান সমাপ্তি হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।