নড়াইলের লোহাগড়ায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার সৌজন্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার লোহাগড়া কলেজ মাঠ সংলগ্ন কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রায় শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতার মাহফিলে দেশের উন্নতি ও সার্বিক কল্যাণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা,এবং এমপি মাশরাফি বিন মোর্ত্তজার শারিরীক সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল্লাহ আরিয়ান।
এসময় লোহাগড়া উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল ভুইয়া,জয়পুর ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃসাইফুল ইসলাম সুমন, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান মুন্সি জোসেফ হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃমোজাম খান, উপজেলা যুবলীগ নেতা শামীম,ও লিয়ন, মোঃ আশরাফুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃমাহামুদুল হাসান সম্রাটসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।