মনির খান স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামের জমির মালিক ও ক্রেতার মধ্যে মৌখিকভাবে জমি বায়না পত্রের চুক্তি হয়। কিন্তু টাকা পয়সা পরিশোধ না করে ও দলিল রেজিস্ট্রি না করে জমি দখল করে নেওয়ার অভিযোগ জমির মালিক জাহাঙ্গীর হোসেনের। জাহাঙ্গীর হোসেন বলেন আমার জমির সাথে আমার দুই ভাই আলী হাসান ও ইসরাফিল এর জমি দখল করে নিয়েছে মহিন মোল্লা।

আরো পড়ুন… মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম খুলনার মেয়ে মীম

লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামের মৃত অলিয়ার রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেনের সাথে মৌখিকভাবে জমি বিক্রির জন্য ধানাইড় গ্রামের মহিন মোল্লার সাথে কথাবার্তা ঠিক হয়। জাহাঙ্গীর হোসেন বলেন আমার সাথে আমার জমি মৌখিক ভাবে বিক্রয়ের কথাবার্তা হয়েছে কিন্তু আমার কাছ থেকে জমি রেজিস্ট্রি না করে ও টাকাপয়সা পরিশোধ না করে জোর-জুলুম করে ভেকু লাগিয়ে মাটি কেটে ওই জমি ভরাট করছে।

আরো পড়ুন...PayPal থেকে পেমেন্ট আসবে One Wallet -এ: ফাত্তাইন নাঈম

জমির মালিক আরো বলেন আমার জমির সাথে আমার দুই ভাইয়ের জমিটা ও দখল করে নিয়েছে মহিন মোল্লা এবং ওই জমির উপর অনেকগুলি ফলজ বৃক্ষ কেটে ফেলেছে। জমির মালিক জাহাঙ্গীর হোসেন বলেন আমার ভাইয়ের জমির উপর থেকে প্রায় এক লক্ষ টাকার ফলজ বৃক্ষ কেটে ফেলেছে মহিন মোল্লা।

জাহাঙ্গীর হোসেন, মহিন মোল্লা কে বলেন আমার জমির সাথে আমার দুই ভাইয়ের জমিটা কেন দখল করলেন? উত্তরে মহিন মোল্লা বলেন আমি কাহার ও জমি দখল করিনাই।

অবশেষে ওই জমির মালিক জাহাঙ্গীর হোসেন প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।