নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারের ব্যবসায়ী কামরুল শেখ কে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে চাঁচুড়ী বাজারের বণিক সমিতি ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই শনিবার সকাল সাড়ে ১০ টার সময় চাঁচুড়ী বাজারে শত শত লোকের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন চাঁচুড়ী বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক আশরাফুল মোল্লা, এছাড়াও আরও বক্তব্য রাখেন পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল মোল্যা, এবং পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি,সহ বিভিন্ন শ্রেণীর মানুষ।
উপস্থিত এর বক্তব্যে তারা বলেন গত ৩০/জুলাই সকালে চাঁচুড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাউছার উদ্দিন মাস্টারের ভাতিজা বাজারের একজন ব্যবসায়ী কে গ্রামের মসজিদের টাকা পয়সা আত্মসাৎ করা নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে কামরুল শেখ হত্যা ও তার পরিবারের ৫জনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেন।
এই হত্যা কান্ডের সাথে দ্রুত জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ওবিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি চাঁচুড়ী বাজারের প্রধান সড়ক সহ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে এসে শেষ করেন।
এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ইলেকট্রনিক এবং মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।