![Narail attack: Case against 250, 3 arrested](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/07/narail.jpg)
নড়াইলের লোহাগড়া থানার দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান বাদী হয়ে এ মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘মামলায় ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং ২ মন্দিরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান আছে।
বাকি আসামিদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।’ গত ১৬ জুলাই রাতে ধর্ম অবমাননার অভিযোগে দিঘলিয়া গ্রামের সালাহ উদ্দীন কচি বাদী হয়ে আকাশ সাহার বিরুদ্ধে মামলা করেন।
সেই মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি ৩ দিনের রিমান্ডে রয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।