নড়াইল জেলার লোহাগড়ায় দুই যুবকের কাছে ১পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৬ গ্রাম গাঁজা থাকায় ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা ও জেল দিয়েছেন।
৯/ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই শাহারিয়ার হোসেন এর নেতৃত্বে লক্ষীপাশা খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক বহনকারী কে আটক করেন।
এসময় মাদক নিয়ন্ত্রণের এসআই শাহারিয়ার হোসেন নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিন এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লোহাগড়া পৌরসভার পারছাতরা গ্রামের ডালিম বিশ্বাসের ছেলে নুর আলম বিশ্বাস,(২৩) কে ৫০০টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পৌরসভার কুলু পাড়ার আলমগীর শেখ এর ছেলে আজিজ শেখ (২২)কে ১হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এবং জব্দকৃত মাদক স্থানীয় জনসাধারণের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।