সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, দলের আদর্শিক নেতা-কর্মীর বড়ই অভাব। লেবাসধারী আওয়ামীলীগ আছে অনেক। অনেকে আওয়ামীলীগ করেন কিন্তু ঘুরে দাঁড়ানো ব্যক্তির খুবই অভাব। দলের কর্মীরাই রাজনৈতিক শক্তি। আগে ঘরের পাহারাদার ঠিক করতে হবে।
এমপি বাবু কমিটি প্রসঙ্গে বলেন,নবীন প্রবীণ সমন্বয় করে সংগঠনকে মজবুত করতে হবে।দলে অনেকে রয়েছেন ঘাপটি মেরে,তারা মূলত সুযোগ সন্ধানী।দলের নেতা হতে হলে তাকে অবশ্যই কর্মীবান্ধব হতে হবে।
শত্রু অনেক থাকার চেয়ে একজন মিত্রই শ্রেয়। তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। তাহলে বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হবে।দলের সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে পৌর আ’লীগের উদ্যোগে ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সভাপতিত্বে পৌর সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু,পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম,এস এম রেজাউল হক,প্রভাষক আব্দুল ওহাব বাবুল, প্রভাষক মশিয়ার রহমান,পৌর কাউন্সিলর রাফেজা খানম,ওয়ার্ড আ’লীগের সুজন কুমার,আঃ বারিক, বীরমুক্তিযোদ্ধা আঃ গফুর গোলদার, শ্যামপদ মন্ডল, আজিজ গোলদার, নজরুল ইসলাম,মজিদ বয়াতী,পৌর মহিলালীগের শেখ জুলি, যুবলীগের জগদীশ রায়, স্বেচ্ছাসেবকলীগের বাশারুল ইসলাম বাচ্চু,ছাত্রলীগের আবির আক্তার আকাশ সহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।