বাপ্পী সরকার, সাতক্ষীরা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চান্দুলীয়া গ্রামের সুভাষ সরকারের কলেজ পড়ুয়া ছেলে হিরক সরকারের (২৫) ঝুলান্ত লাশ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সুত্রে জানা যায় ১৬ মার্চ বিকাল থেকে হিরক সরকারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ১৭ মার্চ সকালে এক কিশোরী গোসল করতে গেলে সুভাষ সরকারের বাড়ির উত্তর পাশে মেহগনি গাছে গলায় দঁড়ি জড়ানো অবস্থায় ঝুলতে দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।

হিরক সাতক্ষীরা ডেনাইট কলেজের একাদশ শ্রেণির ছাত্র। হিরকের বাবার ভাষ্য মতে প্রেম ঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করছে। আত্মহত্যার ঘটনা চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক জানতে পেরে তৎক্ষনাৎ কালিগঞ্জ থানা পুলিশ জানান। সঙ্গে সঙ্গে এস আই শিহাব তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে জান। মৃত্যু দেহের সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।