সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটীসহ বেশ কয়েকটি গ্রাম বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে।
খোলপেটুয়া নদীর ভাঙনে আশপাশের আড়পাঙাশিয়াসহ বিভিন্ন মাছের ঘের ও ফসলি জমিসহ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া জোয়ারের পানির তোড়ে বেড়িবাঁধের একাধিক পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।
সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ড ১-এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, শুক্রবার ভোরে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটীসহ বেশ কয়েকটি গ্রাম বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। খোলপেটুয়া নদীতে প্রায় ৪০ ফুটের বেশি ভাঙন হয়েছে। তারা প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয়দের উদ্যোগে বাঁধ মেরামতের চেষ্টা করা হচ্ছে।
তবে এলাকাবাসী পানিতে গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জানিয়েছেন, ওই এলাকার অনেক পয়েন্টে বাঁধ দেবে নরম হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সেখানে ভাঙন শুরু হতে পারে। তাৎক্ষণিকভাবে বালুর বস্তা বরাদ্দ করা হয়েছে। স্থানীয় লোকজন ভেঙে যাওয়া বাঁধসহ আশঙ্কাজনক পয়েন্টগুলো মেরামতের চেষ্টা করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।