মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা জেলা কারাগারের কয়েদীদের সেলাই মেসিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করলেন মাগুরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকায় মাগুরা জেলা কারাগারে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ উপস্থিত থেকে কয়েদীদের এলইডি টেলিভিশন,সেলাই মেসিন ও ধর্মীয় বই বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার নূর মহম্মদ মৃধা,কারা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,ডিসি অফিসের ম্যাজিস্ট্রেটবৃন্দ,বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ প্রমুখ। এসময় জেলা প্রশাসক মহোদয় বলেন, আমি যোগদানের পর কারাগারের বিভিন্ন সমস্যা অনুধাবন করি।যে কারনে আজকের এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন।তিনি কারাগারকে আধুনিক সংশোধনাগারে পরিনত করবেন বলেও জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।