নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ টিকাদানকেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় তিনি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পঞ্চাশোর্ধ্ব কৃষকের অতিপুরাতন একটি সাইকেল মিনিটখানেক চালান।

শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে চাপুলিয়া-দাদনতলা সড়কে এ ঘটনা ঘটে। তার এই সাইকেল চালানোর দৃশ্য উপস্থিত অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। এর পর থেকে ডিসির এ সাইকেল চালানোর কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানকে সেকালের একটি বাইসাইকেল চালাতে দেখা যায়।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান কাছে কলেজ জীবনের স্মৃতি রোমন্থন করে বলেন, আমাদের শৈশব-কৈশোরজুড়ে ছিল সাইকেল। আমার কলেজ জীবনের স্বপ্নের সাইকেল ছিল ফিনিক্স। চীন থেকে এসেছিল। আমরা অবশ্য বলতাম ফনিক্স। এখন গ্রাম-শহর সবখানেই শুধু বাহন হিসেবে নয়, বরং এখন স্বাস্থ্যরক্ষার জন্যও সাইকেল চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, সাইকেলকে পরিবেশবান্ধব সবুজ বাহন বলা হয়ে থাকে। তাই জনগণকে উদ্বুদ্ধ করতে অনেক দিন পর সাইকেল চালিয়েছি। এটি অবশ্য আমি উপভোগ করে বেশ মজাও পেয়েছি।

প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট দিয়েছেন। জোনায়েদ হাবীব নামক একজন ফেসবুক ব্যবহারকারী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের মুখে সবসময় হাসি লেগেই থাকে। সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে তার অন্যরকম সম্পর্ক। বেশির ভাগ মানুষ তাকে মাটি ও মানুষের ডিসি বলে ডাকেন। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ও স্বাস্থ্য জনসচেতনতা বাড়াতে ডিসির নিজেই সাইকেল চালনার ঘটনা সত্যিই অসাধারণ ও অনুকরণীয়।

 

কলমকথা/ বিথী