একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল ভাষা শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর মন্ডল স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারের বেদিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন এই ক্লাবের নেতৃবৃন্দ।

ভাষা শহীদদের স্মরণে নগরীর সোনাদিঘীর উত্তর পার্শ্ব থেকে পায়ে হেঁটে রাজশাহী কলেজে পৌঁছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সকল ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানান তাঁরা।

এই সময় উপস্থিত ছিলেন মন্ডল স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মমিন, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান মিল্টন, অর্থ সম্পাদক হানিফ বিন ইসলাম রনি, দপ্তর সম্পাদক রাশেদুল হক রাশেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবু তাহের, ক্রীড়া সম্পাদক প্রবীর চন্দ্র সাহাসহ ক্লাবের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিল্টন বলেন, বাঙালির মাতৃভাষা ও প্রাণের ভাষা বাংলা। এই ভাষার জন্য সালাম, রফিক, বরকত, জব্বার, শফিকসহ অন্যান্য ভাষা শহীদেরা জীবন দিয়েছেন। তাঁদের স্মরণে প্রতিবছর বাঙালি শুধু নয়, সারা বিশ্বের মানুষ এই দিবস পালন করছেন। ভাষার প্রতি গভীর অনুরাগে মর্যাদা ও গৌরবে ক্লাবের প্রতিষ্ঠাকাল ২০১৫ সাল থেকে মহান মাতৃভাষা দিবস, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসসহ সকল দিবস পালন করে আসছি আমরা।

সবশেষে ক্লাবের পক্ষ থেকে বিকেলে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মাহফিল করা হবে বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মমিন।