![নন্দীগ্রামে নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন মাওলানা তোহা](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/07/নন্দীগ্রামে-নুন্দহ-ফাজিল-ডিগ্রি-মাদ্রাসার-সভাপতি-নির্বাচিত-হলেন-মাওলানা-তোহা.jpg)
নন্দীগ্রামে নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন মাওলানা তোহা
নন্দীগ্রামে নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন মাওলানা তোহা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নুন্দহ ফাজিল ডিগ্রি (স্নাতক) মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মাওলানা মো, ফজলে রাব্বি তোহা। তিনি উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতার সন্তান এবং অত্র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ। মাওলানা ফজলে রাব্বি তোহা সভাপতি নির্বাচিত হওয়ায় অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্র ছাত্রী, সদস্য ও এলাকা বাসীর মধ্যে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (৩০শে জুন) দুপুরে মাদ্রাসা চত্বরে উন্মুক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাওলানা মো, ফজলে রাব্বি তোহা, বুড়ইল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ডাইরেক্টর নজিবুল্লাহ মজনু, গোহাইল ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মো. মোতাহার হোসেন, নুন্দহ মাদ্রাসার সহকারি অধ্যাপক আলহাজ্ব ইদ্রিস আলী, প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক শাহিনুর ইসলাম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী, আলহাজ্ব আব্দুল খালেক, মাওলানা নুরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল বারী, আলহাজ্ব খলিলুর রহমান, আব্দুল মতিন, দাতা সদস্য ইয়াছিন আলী, মিন্টু প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।