বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আব্দুল আলিম তারার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে উপজেলা মেরুরচর ইউনিয়নে জব্বারগঞ্জ বাজারে চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিকের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিলে যুবলীগ নেতা ও মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিকের
সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লাজু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সায়ুম, উপজেলা যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ, মেরুরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, যুবলীগ নেতা ইদ্রিস আলী, সাবেক ছাত্র নেতা মিরাজসহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক’রা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সদস্য শামীম খন্দকার।উল্লেখ্য, যে গত (৪ অক্টোবর) সড়ক দূর্ঘটনায় নিহত হন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আব্দুল আলিম তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।