তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আসছে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হয়ে ভোট যুদ্ধে মাঠে নামবেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি। তিনি ইতিমধ্যে প্রার্থীতা ঘোষনা দিয়ে নির্বাচনী ঘর গুচ্ছাতে শুরু করেছেন।

এ ছাড়া তার লোকজন পোস্টার ছাপিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। খন্দকার ওমর হাফিজ মুক্তি তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন, তেলজুড়ীতে টিডিভি ক্লাবের সভাপতি। ব্যক্তিগত জীবনে তিনি একজন সমাজ সেবক।

খন্দকার ওমর হাফিজ মুক্তি বলেন, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরন করে আ’লীগের রাজনীতি করে আসছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে পথ চলছি। আসছে উপজেলা নিবাচনে প্রার্থী হয়ে মাঠে ভোট যুদ্ধে অংশগ্রহন করবো। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবো না। আশা করি দল আমাকে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত দিবেন।