জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মাননীয় প্রধানমন্ত্রী’র সাথে ভার্সুয়ালী অংশগ্রহণ করে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
রবিবার সকালে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া এর সার্বিক তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল হাদী সহ থানায় কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল মানবজাতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।