মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুরে উপজেলার মগটুলা ইউনিয়নের পাড়াভাসাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটি হলো- পাড়াভাসাটি গ্রামের মোঃ বাবুল মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া(২)। স্থানীয়রা জানান, বুধবার দুপুর একটার পর পর থেকে জান্নাতুল মাওয়া কে খুঁজে পাচ্ছিলাম না।

অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে তাঁর লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।’

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, পরিবারের কার বিরুদ্ধে কোন অভিযোগ নেই তাই বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

 

কলমকথা/ বিথী