মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলার ১৮০ জন মুক্তিযোদ্ধা, প্রায়াত মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযুদ্ধের মাঝে সন্মাননা প্রদান করা হয়।
শনিবার (২৬ মার্চ) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সকাল ১২ টা থেকে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান শুরু হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন ।
এছাড়া ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা.নূরুল হুদা খান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ। এছাড়া অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, প্রায়াত মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযুদ্ধা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।