মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ মেলান্দহে সড়ক দূর্ঘটনায় জামিল (১৭) নামে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১১টায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পূর্ব থুরি গিয়াসের বাড়ী মোড়ে চালকের নিজ মোটরসাকেল দূর্ঘটনার শিকার হয়ে প্রথমে জামালপুর পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তিবকরা হয়।
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে ইন্তেকাল করেন ইন্না—-রাজিউন। ২ মার্চ বুধবার সকালে মরহুমের নিজ বাড়ীতে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত জামিল আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনির ছাত্র এবং আদ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম আদ্রা গ্রামের সৌদি প্রবাসি মজনু মন্ডলের ২য় ছেলে। মৃত জামিল ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মানিত সদস্য ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।