অদ্য মঙ্গলবার (৩১ মে) জামালপুর সদর উপজেলার ০৪নং তুলশীরচর ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হযেছে ।
উক্ত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ০৪নং তুলশীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ এবং বাজেট সভা পরিচালনা করেন সচিব মোঃ সেলিম হোসেন।
উন্মুক্ত বাজেট সভায় আরো উপস্থিত ছিলেন মোছাঃ তারজিনা খাতুন-জেলা সমন্বয়কারী, মোঃ জোবায়ের হোসেন-প্রজেক্ট অফিসার, মোঃ আরিফুল ইসলাম-ডিজ্যাবিলিটি ইনক্লুশন ফ্যাসিলিটেটর,সিডিডি, মোঃ খোরশেদ আলম, নির্বাহী পরিচালক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা ও লিমা-ইউনিয়ন ফ্যাসিলিটেটর, সমতা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
এছাড়াও অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং কমিউনিটি পর্যায়ের নারী-পুরুষ, অত্র ইউনিয়নের কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন কমিটির প্রতিনিধিবৃন্দ সহ তুলশীরচর ইউনিয়নের আলোর দিশারী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন স্ব সহায়ক সংগঠনের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ তুলশীরচর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং কমিউনিটি পর্যায়ে উপস্থিত জনসাধারণ মতামত প্রদান করেন।
আজকের এই উন্মুক্ত বাজেট সভায় চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ, উপস্থিত জনসাধারণের সামনে ঘোষণা করেন প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য আগামী ২০২২-২০২৩ অর্থবছরে ১,০০০০০ (এক লক্ষ) টাকা ব্যয় করবেন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত রাখবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।