জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ৬ নং আদ্রা ইউনিয়নের গুজামানিকা গ্রামে কৃষক শহীদ কবিরের সমাধিতে বাংলাদেশ কৃষকলীগ ৬ নং আদ্রা ইউনিয়ন শাখার আয়োজনে শহীদ কবিরের সমাধিতে পুষ্পকস্তক অর্পন ও স্মরণ সভা সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
১৯৯৫ সালে বি এন পি জামাত জোট সরকারের শাসনামলে নির্ধারিরত মূল্যের সারের দাবিতে আন্দোলনরত সারাদেশে নিহত হয় ১৮ জন কৃষক। আদ্রা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরন সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরু, আদ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রকিবুল ইসলাম চাঁন, সাধারণ সম্পাদক এম আলতাফ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশিদ সরকার, মেলান্দহ উপজেলা কৃষকলীগের সভাপতি আশরাফুজ্জামান তারা,সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বিএসসি প্রমুখ। এছাড়াও জেলা,উপজেলা ও আদ্রা ইউনিয়নের আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।#
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।