জামালপুর সদর উপজেলার ৩নং লক্ষ্মীরচর ইউনিয়নের চরগজারিয়া পল্লী জননী প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে চরগজারিয়া পল্লী জননী প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন, জামালপুর শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ ফারুক মিয়া, ৩নং লক্ষ্মীরচর ইউনিয়নের দূর্বার প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ মোস্তফা জামান, রশিদপুর বটতলা সিবিও সংগঠনের নির্বাহী পরিচালক মোছাঃ মোস্তাকিমা।
সভাপতিত্ব করেন, চরগজারিয়া পল্লী জননী প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রিপন।
এছাড়াও আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, ৩নং লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ রমজান আলী, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার হাজেরা বেগম, মোঃ আনিছুর রহমান ফকির, মোঃ আশরাফুল ইসলাম মন্ডল, মোঃ বিপ্লব মিয়া।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ আল মামুন, জান্নাতুল ফেরদৌস, ছালমা খাতুন, লোকমান হোসেন, সুফিয়া বেগম, রুবেল, অভিভাবক প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ উমর ফারুক।
পরে বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন চরগজারিয়া পল্লী জননী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপা খাতুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।