ইয়াছির আরাফাত, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় নারী চালকের প্রাইভেটকার চাপায় কুদ্দুস (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৭ টায় পৌর এলাকার কামার পট্টি এই দূর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস গোয়ালগাঁও গ্রামের মৃত ইসমাইল শেকের পুত্র।
স্থানীয়’রা জানান, প্রতি দিনের ন্যায় আজ সকাল ৭টার দিকে বাড়ী পাশে এক দোকেনের সামনে বসে ছিলেন কুদ্দুছ একটি প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দিয়ে নারী প্রাইভেটকার চালক পালিয়ে যায় । স্থানীয়রা গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।
বকশীগঞ্জে হাইওয়ে থানার উপ পরিদর্শক চন্দন বর্মন দৈনিক কলম কথা কে জানান, গাড়ী থানা হেফাজতে রয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।