ইয়াছির আরাফাত বকশীগঞ্জ (জামালপুর): “দূর্ঘটনা দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই পতি পাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।
১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক।
সহকারি স্টেশন অফিসার নাজমুল হক সহ আরো অনেকেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।