![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/06/IMG_20220608_221537.jpg)
অদ্য বুধবার (৮ জুন) বিকালে জামালপুর শহরের সকাল বাজারে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জেএসডির সভাপতি আমীর উদ্দিন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, সদস্য সচিব মাহবুবুর রহমান জ্বিলানী, জেলা জেএসডির সাধারণ সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন সবুজ, গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সমন্বয়ক মোঃ সাদ্দাম হোসেন, ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইখলাস, সাধারণ সম্পাদক মাসুম, যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নূরনবী, পেশাজীবী অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকন প্রমূখ।
জামালপুরে অনুষ্ঠিত ৭ দলীয় গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে কেন্দ্রীয় জেএসডি কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ সংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয় এবং আতংক সৃষ্টিকারী এই হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।