অদ্য শনিবার (১১ জুন) সকালে জামালপুর জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মোঃ ফজলুল হক। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খান সজিব।
বিক্ষোভ সমাবেশে আরো যারা বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান বিপ্লব, মোঃ লিয়াকত আলী, এডভোকেট মোঃ মন্জুর কাদের বাবুল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান আহম্মেদ লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল-মাসুদ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক গাউসুল আজম শাহিন, শহর বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ মমিনুর রহমান।
আরো উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জেলা সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল মোমেন আকন্দ কাওসার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সালেহীন মাসুদ মাস্টার, জেলা তাতীদলের সদস্য সচিব মাসুদরানা, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম ঢালী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মন্জুরুল করিম সুমন সহ জেলা, পৌর ও উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।