অদ্য শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সফল মেম্বার মর্জিনা বেগমের নিজস্ব অর্থায়নে সংশ্লিষ্ট ওয়ার্ডের তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সফল মেম্বার মর্জিনা বেগম, সমাজ সেবক চাঁন মিয়া, চামেলী বেগম, মঞ্জুরুল হাসানসহ অনেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।