আমরা বন্ধুরা আর্তমানবতার সেবায় নিয়োজিত ছিলাম আছি থাকবো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্হানীয় সাংসদ ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি’র নির্দেশনায় ফ্রেন্ডস এসএসসি ৯১, বাংলাদেশ এর উদ্যোগে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১ জুলাই) দিনব্যাপী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা, ডাকাতিয়া মেন্দা ও আওনা ইউনিয়নের ঘুইঞ্চার চর আশ্রয়ন প্রকল্পে বসবাস কারীদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী হিসেবে চাল ১০ কেজি,লবণ ১কেজি,খাবার স্যালাইন ৬টি, মসুর ডাল ১ কেজি, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট , মুড়ি আধা কেজি, চিনি আধা কেজি, সয়াবিন তৈল আধা কেজি, টোস্ট বিস্কুট আধা কেজি, বিশুদ্ধ পানি দুই লিটার, গুঁড়ো দুধ আধা কেজি, সুজি আধা কেজি,ডেটল সাবান ১ টি, পেঁয়াজ ১কেজি ও স্যানেটারী ন্যাপকিন সম্মিলিত প্যাকেটজাত করে এসব বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপির প্রতিনিধি সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,ফ্রেন্ডস এসএসসি ৯১ ব্যাচ সংগঠনের পক্ষে শফিউল আজম টফি, ডা: ইশা চৌধুরী, রফিকুল ইসলাম সোহেল, উজ্জল হায়াত,ইমতিয়াজ হোসেন শাকিল, তানভির আহমেদ পাভেল, মোক্তাদুল ইসলাম সজল, জাহাঙ্গীর মোল্লাহ, সাইফুল রানা, এনামুল হক তালুকদার রিপন, মাকসুদুর রহমান হারুন, জায়েদুর রহমান যুবরাজ, তরিকুল ইসলাম কনক, ইমরুল হাসান বায়েজিদ,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাতীয় শ্রমিকলীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সহ-সভাপতি আব্দুর রহিম,উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু, সহ সম্পাদক সোহেল রানা,পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরিফ আহমেদ নীরব, সরিষাবাড়ী অনার্স কলেজের জিএস রাজন, ইউপি সদস্য নুরুল ইসলাম ও খসরু মিয়া প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।