জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নদী থেকে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ঝিনাই নদী থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর বয়সিং গ্রামের আব্দুল আজিজ (৪০) ও তার ৫ বছরের মেয়ে জান্নাত।নিহত আঃ আজিজ বয়সিং গ্রামের জালেক মন্ডলের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন, পীর মাহমুদ, মর্জিনা বেগম, কাকুলী বেগম ও সোমা বেগম।
এসব তথ্য নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক।
নিহতের ছোট ভাই আজিজুল হক জানান, এক মাস আগে তার ভাই সৌদি প্রবাসী আঃ আজিজ ছুটি নিয়ে বাড়িতে আসেন।তার বড় ভাই আজাহারের সঙ্গে তার পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে মামলাও হয়েছে।
এরই মধ্যে গত ২৯ মার্চ মঙ্গলবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে আজাহার ও তার লোকজন আজিজের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির সবাই পালিয়ে গেলেও আঃ আজিজ ও তার মেয়ে নদী পার হতে পারেনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা।নিহতের স্ত্রী রোকেয়া বেগম বলেন, ‘আমার স্বামী ও সন্তান নিখোঁজের পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। অনেক খোঁজাখুঁজির পর আজ বৃহস্পতিবার সকালে নদীতে তাদের মরদেহ ভাসমান অবস্হায় পাওয়া গেছে।’
সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক বলেন, ‘প্রাথমিক সুরতহালে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।