জামালপুরের ইসলামপুরে শ্বাসরুদ্ধকর মাদকের অভিযানে ৩শ লিটার চোলাই (বাংলা মদ) সহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানাগেছে, ইসলামপুর সার্কেলের সিনিয়র এএসপি সুমন মিয়া র নির্দেশক্রমে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের তাড়তাপাড়া গ্রামের সাহেব বাজার এলাকায় বাংলা মদ বেচা-কেনার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।
অভিযানে রতন রবি দাসের বাড়ী থেকে ৩শত লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় রবি দাসের স্ত্রী শ্রীমতি বাতাসি রবি দাস(৩০) কে আটক করে পুলিশ।
আটককৃত নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ মদ বিক্রি করে আসছে বলে স্বীকার করে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জানান- আটক মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।