আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন জামালপুরের আয়োজনে সারা দেশব্যাপী জেলা পর্যায়ে “উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন অনুষ্ঠিত হয়।

মোঃ মোখলেছুর রহমান,জেলা প্রশাসক (সার্বিক) এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুর্শেদা জামান, জেলা প্রশাসক জামালপুর মহোদয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, নাছির উদ্দিন আহমেদ।

দিনব্যাপী অনুষ্ঠানে মালার মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা, ইআরডি কর্তৃক ” হে বঙ্গবন্ধু” গান পরিবেশন, “স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ” শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন, উন্নয়ন কাজের ডকুড্রামা ও সাধারণ শ্রেনি-পেশার মানুষ ধারনকৃত ভিডিও অভিব্যক্তি পরিবেশন, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষ্ময়, তুমি আমার অহংকার; গানটির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর জীবনলেখ্য চিত্রায়ন পরিবেশিত হয়।
এরপর স্থানীয় শিল্পদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

স্টল সজ্জা ও সেবা প্রদান ক্যাটাগরিতে নির্বাচিত স্টলসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।