ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের দুঃস্থ ও অসহায় ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিংড়া পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কাউন্সিলরবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ

পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে আজ পৌরসভার চার হাজার ৬২১টি দুঃস্থ্য পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।