নজরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ নান্দাইলে বজ্রপাতে আল মামুন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩রা মে) সকাল ৯ টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাতুয়াদী গ্রামের গ্রামে এ ঘটনা ঘটেছে ।

নিহত যুবক একই গ্রামের আব্দুল মালেক মাষ্টারের পুত্র। সে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজের বাংলা বিভাগে ৪র্থ বর্ষে পড়াশোনা করতো।

পারিবারিক সূত্রে জানা যায়ঃ ঈদের দিন সকালে ঈদের জামায়াত আদায় করতে পাশ্ববর্তী ঈদগাহ মাঠে যাবে। এমন সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামায়াত আদায় করতে বাহির হলে বজ্রপাতে আল মামুন গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জাহাঙ্গীরপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদের জামায়াত আদায় করতে বাড়ি থেকে বের হলেই বজ্রপাত হয়। তখনি ছেলেটি বজ্রপাতে মারা যায়। ছেলেটি অনেক মেধাবী ছিল।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ঘটনা শুনেনি এ ব্যাপারে কেউ কিছু জানায়নি।